দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনওভাবেই বাংলাদেশে নামতে দেওয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামের একটি সংগঠন। আগামী ১৭ মার্চ মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করা না হলে সারাদেশ থেকে জমায়েত হয়ে লংমার্চ করে বিমান বন্দর ঘেরাও করা হবে বলে ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহী। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর প্রধান কুশীলব হচ্ছেন চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় কওমী মাদ্রাসার প্রধান মাওলানা আহমদ শফি।
শুক্রবার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে কড়া পুলিশী পাহাড়ায় বাংলাদেশে মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিল। এই সমাবেশে হেফাজত ইসলামের নেতা মাওলানা মাঈনুদ্দিন রুহী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতায় কসাই মোদীর কোন অবদান নেই, কোন যোগ্যতায় মোদীকে দাওয়াত দিয়েছেন?’ তিনি হুমকি দিয়ে বলেন, মোদীকে আমন্ত্রণ জানালে আল্লামা শফী হুজুরের নেতৃত্বে সারাদেশ থেকে জমায়েত হয়ে লংমার্চ করে বিমান বন্দর ঘেরাও করা হবে।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps