আমি, আমার মা, জেঠু-সহ ৫ জন বর্তমানে ভেলোরে চিকিৎসার জন্য এসে গত ১৬ মার্চ থেকে আটকে পড়েছি। আমাদের বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার কাল্লাপুর গ্রামে। বাড়িতে বাবা, ছোট বোন ও অসুস্থ ঠাকুমা খুব কষ্টের মধ্যে রয়েছেন। তাই যদি আমাদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেন তা হলে এই আধপেটা অবস্থায় আর্থিক কষ্টের থেকে অন্তত বাঁচব।
মৃণ্ময় মান, মোবাইল-৭৯০৮০৯৭০৬৭, ইমেল- mrinmoymanbcc@gmail.com
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, doiniksamachar@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।