Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

প্যারালাইসিস স্ত্রীকে নিয়ে অসহায় বৃদ্ধ! খবর পেয়ে খাবার পৌঁছে দিল ‛আপনজন সমন্বয়’

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাশ টানতে দেশজুড়ে চলছে লকডাউন। দফায় দফায় সেই লকডাউন বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে দিন আনা দিন খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েই চলেছে। তবে এহেন পরিস্থিতিতেও কিছু মানুষ নিরলসভাবে সমাজসেবার কাজ করে চলেছেন, যাঁদের কুর্ণিশ জানাতেই হয়। এমনই মানুষদের নিয়ে গড়ে উঠেছে ‛আপনজন সমন্বয়’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রূপ।

গ্রূপের সদস্যরা নিজের মতো করে শহরবাসীর পাশে দাঁড়াতে চাইছেন। সে কারণে ফেসবুক-হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপের মাধ্যমে নিজেদের ফোন নম্বর ছড়িয়ে দিচ্ছেন তাঁরা। তারই রেশ ধরে শুক্রবার খবর আসে বিডন স্ট্রিটের একটি বাড়িতে প্যারালাইসিস স্ত্রীকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার ওই বৃদ্ধের বাড়িতে খাবার নিয়ে পৌঁছে যান গ্রূপের সদস্যরা।

পল্লবী বোস, সুশোভন দে, দীপাঞ্জনরা আপতত ওই পরিবারকে চাল, আলু, তেল, বিস্কুট-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে এসেছেন। মূলত ‛অমৃতম’ নামের একটি সংস্থার পক্ষ থেকেই ওই খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে ফোন করতেও বলেছেন তাঁরা। উল্লেখ্য, ‛আপনজন সমন্বয়’ গ্রুপের যাঁরা সদস্য, তাঁদের কেউ কেউ সরকারি-বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত, কেউ এখনও পড়ুয়া, কেউ আবার তথ্যপ্রযুক্তকর্মী। অনেকে আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!