দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজই ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। রবিবার দুপুর ২টা নাগাদ মোরাবাদি ময়দানে শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছে বিজেপি বিরোধী প্রায় সব দল। যেন ঝাড়খণ্ডে হচ্ছে বিজেপি বিরোধী মহাসমাবেশ।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান মুখে হতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও এই মঞ্চে আসতে চলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মায়াবতী, দেবেগৌড়া। থাকছেন তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব প্রমুখ। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মানিক সরকারও। আসতে পারেন উদ্ধব ঠাকরেও।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
শিবু সোরেনের উত্তরসূরি হিসেবে ঝাড়খণ্ডে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। তিনি তাঁর শপথ গ্রহণ মঞ্চকে এমনভাবে সাজাচ্ছেন, যা হয়ে উঠবে মোদী বিরোধী মঞ্চ। এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সরব হবেন অ-বিজেপি নেতা-নেত্রীরা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইতোমধ্যেই রাঁচি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে আসেন ঝাড়খণ্ডের ভাবি মুখ্যমন্ত্রী। মমতার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি। জামশেদপুর-পূর্বে হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। সেখানে বিরোধী জোটে জেএমএম ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি আসন পেয়েছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন