দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হামাসের পর এবার হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে এবার লেবানন থেকে শয়ে শয়ে ভয়াবহ রকেট ছুড়ছে তারা। পরশু দিন হিজবুল্লাহ রকেট হামলা করে একপ্রকার হামাসের পাশে দাঁড়িয়েছিল, আজ আবার লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা করেছে গোষ্ঠীটি।
হামাসের মত হিজবুল্লাহও ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ডাক দিয়েছে। গাজায় হামাস লড়াকুদের সরাতে ইসরায়েল সেনাদের যত লড়াই করতে হয়েছিল, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তার থেকে অন্তত দশ গুণ বেশী লড়াই করার ক্ষমতা রাখে। হিজবুল্লাহর আধুনিক অস্ত্রের সংখ্যাও হামাসের থেকে বেশী।