দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ঐতিহাসিক। পাশ করেছে ৯০.১৩ শতাংশ ছাত্র-ছাত্রী, যা এখনও পর্যন্ত সর্বাধিক। পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন। পরীক্ষায় পাশ করেছে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। অর্থাৎ ৯০.১৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবার যা ঐতিহাসিক। গতবারের তুলনায় পাশের হার ৩.৮৪ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। খুব বেশি পিছিয়ে নেই ছাত্রীরাও। তাদের পাশের হার ৯০ শতাংশের বেশি।
এবছর সবথেকে ভাল ফল করেছে কলকাতা। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা।
চলতি বছর উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাশ করেছে ৯৮.৮৩ শতাংশ পরীক্ষার্থী। কলা বিভাগে পাশ করেছে ৮৮.৭৪ শতাংশ পরীক্ষার্থী ও বাণিজ্য শাখায় পাশ করেছে ৯২.২২ শতাংশ পরীক্ষার্থী। আউটস্ট্যান্ডিং অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে ৩০ হাজার ২২০ জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েচে ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে