দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনার দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা দেশ জুড়ে। এমন সময় পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের রাজ্য-রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে পিপিই কিট কেলেঙ্কারির খবরে। এই কেলেঙ্কারির জেরেই পদত্যাগ করলেন হিমাচল প্রদেশের রাজ্য বিজেপির সভাপতি রাজীব বিন্দল।
ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। এরপরই পুলিশ রাজ্য বিজেপি নেতাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় কেলেঙ্কারির আঁচ পৌঁছয় দিল্লি পর্যন্ত। এই ঘটনার জেরে প্রথমে ভিজিল্যান্স তদন্ত শুরু করা হয়। পিএমও-র তরফ থেকে এক অফিসারকে নিয়োগ করে দায়িত্ব দেওয়া হয় তদন্তের।
অন্যদিকে রাজ্য সরকারও হাত গুটিয়ে বসে থাকে। রাজ্যের তরফ থেকেও ভিজিল্যান্স তদন্ত শুরু করা হয়। ভাইরাল হয় ৪৩ একটি সেকেন্ডের অডিও ক্লিপ। যেখানে রাজ্য বিজেপির সভাপতি রাজীব বিন্দলকে ৫ লক্ষ টাকার ঘুষ নেওয়ার কথা বলতে শোনা যায়। এরপরই উত্তেজনা ছড়ায় রাজ্য জুড়ে। তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন রাজ্যের বিজেপি নেতাদের।
ঘটনার জেরে এদিন হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি বিন্দাল পদত্যাগপত্র পাঠান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। নৈতিক মূল্যবোধের কথা মাথায় রেখেই বিন্দল এই পদত্যাগ করতে চান বলে জানান। সভাপতি বিন্দাল বলেন, “অনেকেই দলের উপরে প্রশ্ন তুলেছেন। তাই নৈতিক মূল্যবোধের কথা মাথায় রেখেই পদত্যাগ করতে চাই।”