Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মানসিক কিশোরী রোগীকে ৩মাস ধরে লাগাতার ধর্ষণ হিন্দু সাধুর, বেধড়ক পেটাল জনতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এক মানসিক কিশোরী রোগীকে ৩মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল হিন্দু সাধুর বিরুদ্ধে। ঘটনায় ওই সাধুকে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা’র নিজামাবাদ জেলায়। পরে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি ওই কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজামাবাদ জেলার বাসিন্দা ১৫ বছরের এক কিশোরীর মানসিক সমস্যা ছিল। সেই কারণে তাকে এক সাধুর কাছে নিয়ে গিয়েছিল তার বাবা-মা। ওই সাধু রোগ সারানোর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে টানা তিন মাস ধরে কিশোরীটিকে লাগাতার ধর্ষণ করে। পরে গর্ভবতী হয়ে পড়ে। এরপর বাড়ির লোকেদের কাছে সাধুর কুকীর্তির কথা খুলে বলে কিশোরী।

ওই মেয়েটির আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা গিয়ে অভিযুক্ত সাধুর বাড়িতে চড়াও হয়। তারপর তাকে বেধড়ক মারধর করতে থাকে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি মেয়েটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!