Wednesday, December 4, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এককাট্টা হিন্দু-মুসলিম, মুর্শিদাবাদে প্রতিবাদ সভায় উপচে পড়ল ভিড়

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, গোঘাটা : মুর্শিদাবাদ জেলার গোঘাটা এলাকার এমএসকে ময়দানে হিন্দু-মুসলিমের উপস্থিতিতে একটি সম্প্রীতিমূলক ও শান্তিপূর্ন এনপিআর, এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল।যেখানে অসংখ্য হিন্দু মুসলিমের উপস্থিতিতে গণজোয়ারের সৃষ্টি হয়েছিল।এদিনের সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সৌমিক মন্ডল, শিক্ষক আব্দুল মান্নান, অধ্যাপক সেলিম মন্ডল, শিক্ষক আসাদুল হক থেকে শুরু করে বিশিষ্ট ব্যাক্তি স্বপন হালদার, প্রতাপ হালদার মৃতুঞ্জয় হালদারের মতো উচ্চ স্থানীয় নেতৃবর্গ।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আয়োজকদের কথায়, আমাদের এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিমের হাতে হাত রেখে বসবাস বহুকাল ধরে চলে আসছে। কিন্তু এই গণতান্ত্রিক ভারতবর্ষে বিজেপি সরকারের দ্বারা যে সংবিধান বিরোধী আইন পাশ হয়েছে, এর ফলে আমাদের সম্প্রীতির ঐক্য নষ্ট হচ্ছে। উক্ত বিক্ষোভ সভায় বর্তমান সরকারের বিদ্বেষ মূলক আইনের বিরোধিতায় হিন্দু মুসলিম ও অন্যান্য সম্প্রদায়কে জোরালো আন্দোলনের ডাক দেওয়া হয়।

সাম্প্রদায়িক শক্তি যেন কোনওভাবেই আমাদের এই গণতান্ত্রিক দেশের ভারসাম্য নষ্ট করার সাহস না পাই, সেই দাবিও তোলা হয়। শিক্ষক সৌমিক মন্ডল ও অধ্যাপক সেলিম মন্ডল এনআরসি এবং নাগরিকত্ব আইনের ভয়াবহতা সম্পর্কে উভয় সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেন এবং এই বিক্ষোভ সমাবেশের জনতা এই মর্মে শপথ নেয় যে, তাঁরা এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের মাটিতে সংবিধান বিরোধী আইনকে প্রশ্রয় দেবেন না। এর জন্য পরবর্তীতে এর থেকে বড় ধরণের আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হবেন বলেও শপথ নেন উপস্থিত হাজার হাজার মানুষ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!