দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ধর্ম দেখে হয়না। একথা মরার আগেও যদি বুঝতেন ওই হিন্দু যুবাবাহিনীর নেতা। নিজামুদ্দিন কাণ্ডের পর তবলীগ জামাতকে করোনা ছড়ানোর জন্য দায়ী করেছিলেন ওই হিন্দুত্ববাদী নেতা আজ্জু হিন্দুস্তানি। এমনকি জামাতিদের খোঁজ দিতে পারলে ১১ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিলেন তিনি।
সেই আজ্জু হিন্দুস্তানি কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। শুধু তাই নয়, এই করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছেন তার মা ও বোন। সূত্রের খবর, চরম হিন্দুত্ববাদী এই নেতা বরাবরই মুসলিম বিদ্বেষী। বিভিন্ন সময়ে তিনি মুসলিমদের বিরুদ্ধে মন্তব্য করে শিরোনাম থেকেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আজ্জু।