দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুধর্ম সবথেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী তথা বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর। তিনি বলেন, ‛যে ধর্ম সবথেকে বেশি শান্তিপ্রিয় ছিল, সেই ধর্মই আজ হিংসাত্মক হয়ে উঠেছে। মোদী সরকারের আমলে এটাই আমি সবথেকে বেশি ঘৃণা করি।’ দেশে মত প্রকাশের কোনও স্বাধীনতা নেই। দেশে হিংসাই একমাত্র পথ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।