Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

অসমে এনআরসিতে হিন্দুদের সঙ্গে সুবিচার করা হয়নি, বিস্ফোরক অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ১৯ লাখ মানুষ। তার মধ্যে ৮০ শতাংশই হিন্দু। এনআরসিতে হিন্দুদের সঙ্গে সুবিচার করা হয়নি, এনআরসি সম্পূর্ণ নয়, এবার এমনটাই বিস্ফোরক অভিযোগ খোদ বিজেপিরই প্রভাবশালী নেতা তথা অসমের একাধিক দপ্তরের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাঁর কথায়, বরাক উপত্যকার হিন্দুদের আমরা সুবিচার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এবং সেটা আমরা নিশ্চিত করব। প্রাক্তন এনআরসি কো-অর্ডিনেটর প্রতীক হ্যাজেলাকে কাঠগড়ায় তুলে হিমন্ত দাবি করেন, ‘ওঁর জন্যই অসমের বরাক উপত্যকার হিন্দুরা আজ বঞ্চিত।’

প্রসঙ্গত, অসমের এনআরসি পূর্ববর্তী কংগ্রেস সরকারের মস্তিস্কপ্রসূত হলেও, এর পুরো প্রক্রিয়াটিই কার্যত বিজেপির আমলে সম্পূর্ণ হয়েছে। গত বছর ৩১ আগস্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। যাতে বাদ গিয়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম। চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪জন ঠাঁই পেয়েছেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে অসমের বাসিন্দা বহু হিন্দুর নামও এই তালিকা থেকে বাদ গিয়েছে। বিশেষ করে বরাক উপত্যকার বহু হিন্দু বাসিন্দার নাম নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় নেই। যা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির।

Leave a Reply

error: Content is protected !!