Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ঐতিহাসিক! বিশ্বের বৃহত্তম কৃষক বিদ্রোহ, ৯৬ হাজার ট্র্যাক্টর, ৯ লাখ কৃষক, সঙ্গে ৬ মাসের রেশন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত প্রায় চার-পাঁচদিন ধরে দেশের রাজধানী দিল্লির উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা কার্যত পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষকের কব্জায়।

নিজেদের ট্রাক্টর ও ট্রলিতে বেশ কয়েক মাসের রেশন নিয়ে, খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে শীতের রাত কাটানোর প্রস্তুতি নিয়েই তারা রওনা দিয়েছিলেন দিল্লির পথে – আর এখন দিল্লির জাতীয় সড়ক ৪৪ কার্যত তাদেরই দখলে।

ইতিহাসবিদদের মতে কৃষকদের এই বিদ্রোহ বিশ্বের বৃহত্তম কৃষক বিদ্রোহ। যেখানে ৯৬ হাজার ট্র্যাক্টর, ৯ লাখ কৃষক সঙ্গে ৬ মাসের রেশন নিয়ে হাজির হয়েছেন। ইতিমধ্যে দিল্লি-হরিয়ানার বিভিন্ন গুরদোয়ারা ও মসজিদ থেকেও আন্দোলনরত কৃষকদের বিনি পয়সায় খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে।

 

Leave a Reply

error: Content is protected !!