দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুখে দাড়ি দেখে এক হিন্দু যুবককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খাস কলকাতায় এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই হিন্দু যুবককে মারধরের পাশাপাশি তাঁর বান্ধবীকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সূত্রের খবর, গত শনিবার রাতে নাগেরবাজার এলাকার একটি পানশালার পাশের গলিতে দাঁড়িয়ে ওই হিন্দু যুবক ও তাঁর বান্ধবী মদ্যপান আর সিগারেট খাচ্ছিলেন। ওই যুবকের নাম জয়দীপ সেন। তিনি বান্ধবী মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলেন ওই পানশালাতে। মৈত্রেয়ী উচ্চশিক্ষার সুবাদে ইংল্যান্ডে থাকেন।
গলিতে দাঁড়িয়ে থাকা যুবকের দাড়ি দেখে এলাকার মানুষের সন্দেহ হয়, তিনি মুসলমান। এরপর ওই যুবক ও তার সঙ্গীকে মারধর করা হয়। এ ঘটনায় দমদম থানায় লিখিত অভিযোগ করেছেন ওই যুবক-যুবতী। জয়দীপের অভিযোগ, তাদের দু’জনের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজও করা হয়।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন