দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হুগলি লোকসভা কেন্দ্রে চাপা গোষ্ঠীদ্বন্দে চাপে বিজেপি। গত ৮ ফেব্রুয়ারি এই কেন্দ্র থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু সেই লোকসভা এলাকায় বিজেপির দেওয়াল লিখনে অন্য তিন জনের নাম, বাদ লকেট! বিজেপির অভিযোগ, তৃণমূলই বিভিন্ন লোকের নামে দেওয়াল লিখে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
এদিকে গত পাঁচ বছরে নিজের এলাকায় লকেটের কাজ নিয়েও খুশি নন বিজেপি কর্মীদের একাংশ। তাঁরা সমাজমাধ্যমে নিজেদের মতামত প্রকাশও করতে থাকেন। আর বুধবার দেখা গেল, হুগলি লোকসভার প্রার্থী হিসাবে তিন জনের নামে দেওয়াল রাঙানো চলছে। সব মিলিয়ে লকেটকে বাদ দিয়ে তিন জনের নামে দেওয়াল লিখন ঘিরে ডামাডোল তুঙ্গে হুগলি বিজেপিতে।