Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এইমস-এ ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ২২টি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রনে আগুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ আগুন লেগেছে। হাসপাতালের ন’তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা তিনেকের মরিয়া চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে শেষ খবর। দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন তেমনটাই। ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। সৌভাগ্যবশত নেই হতাহতের কোনও খবরও।

দমকল সূত্রে খবর, বুধবার রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাঁদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বার করে আনা হয়। তার ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

 

হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। দমকল জানিয়েছে, ন’তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। যদিও ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল।

 

Leave a Reply

error: Content is protected !!