দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মানসিক অবসাদের জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার নাকাশিপাড়া থানার গোটপাড়া এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাওয়া দাওয়ার পরে যথারীতি শুয়ে পড়েন ওই মহিলা।
পরদিন সকালে বাড়ি থেকে কিছুটা ধরে ওই মহিলার অগ্নিদগ্ধ দেহটি নজরে আসে স্থানীয়দের। তারাই প্রথম খবর দেয় পুলিশকে।
পুলিশ এসে দেহটি উদ্ধার বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কৃষ্ণনগরে। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।
আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে