Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাবুল-লকেট-রাহুলরা কিভাবে হারতে পারেন, হার স্বীকার করে বললেন কৈলাস বিজয়বর্গীয়

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ধরাশায়ী বিজেপি। আর তা দেখে ফল প্রকাশের আগেই হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এখনও পর্যন্ত তৃণমূল এগিয়ে ২০৮ টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ৮০ টি আসনে।

কৈলাস বিজয়বর্গীয় বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। ফলাফল সম্বন্ধে জানতে চেয়েছেন তিনি। আমি আশ্চর্য হচ্ছি দেখে যে কীভাবে বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা হারতে পারেন। বিকেলবেলা অবধি দেখে জানাব। দিদির চোট, বহিরাগত ইস্যু, আবেগ ইস্যু হতে পারে এই ফলাফলের কারণ।”

 

Leave a Reply

error: Content is protected !!