দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কীভাবে ফুটবল ছুড়ে বিজেপিকে ‘বোল্ড আউট’ করতে হবে? নারায়ণগড়ের সভা থেকে হাতেকলমে শিখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্লাস্টিকের ফুটবল ছুড়ে বিজেপিকে ‘বোল্ড আউট’ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণগড়ের সভায় এক মহিলাকে ডেকে নেন তিনি। তারপর হুইলচেয়ারে বসে তাঁর উদ্দেশে বল ছুড়ে দেন। এক মহিলা সেই বল ধরতেই মমতা ‘বোল্ড আউট’, ‘বোল্ড আউট’ বলে ওঠেন। বিজেপি ‘বোল্ড আউট’ হয়ে গিয়েছে বলে দাবি করেন।
মমতা বলেন, ‘দেখলেন তো যেটা বলি সেটাই করি। শুনুন খেলতে আমিও ভালো পারি। ওই এক পায়ে এমন শট দেব না যে বিজেপি তোমাকে কান মুলে মাঠের বাইরে বের করে দেব রাজনৈতিক ভাবে।’