দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে। অর্ণবের গ্রেফতারির পর ফুঁসে উঠলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
অর্ণবের গ্রেফতারির পর মহারাষ্ট্র সরকারের উদ্দেশে ভিডিয়ো বার্তায় কঙ্গনা বলেন, ‘আজ আপনারা অর্ণব গোস্বামীর বাড়িতে গিয়ে ওঁনার সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করে, চুল টেনে-হিঁচড়ে ওঁনাকে গ্রেফতার করেছেন। কত মানুষের বাড়ি আপনারা ভাঙবেন, কত মানুষের আওয়াজ আপনারা বন্ধ করবেন? সোনিয়া-সেনা কতজনের মুখ বন্ধ করবেন আপনারা?’