দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ডাইরেক্টরেট অফ স্টেট আর্কাইভস পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া ১৯৫২-১৯৭১ পর্যন্ত সমস্ত নির্বাচনের পুরানো ভোটার লিস্ট আপলোড করে দিয়েছে। মোবাইলে বা কম্পিউটারে কেন্দ্রের ভোটার লিস্ট সহজেই ডাউনলোড করা যাবে।
প্রথমে এই ওয়েবসাইটে যাবেন https://oldelectoralrolls.wb.gov.in। তারপর ‛সিলেক্ট ইয়ারে’ গিয়ে যেকোনো একটা ইয়ার সিলেক্ট করুন। ১৯৫২, ১৯৫৬, ১৯৫৮, ১৯৫৯,১৯৬১, ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭০, ১৯৭১ পর্যন্ত ভোটার লিস্ট আছে। তারপর ‛সিলেক্ট ডিস্ট্রিক্ট’ এ গিয়ে আপনার জেলা দিন। সব শেষে ‛সিলেক্ট কনষ্টিটুয়েন্সি’তে গিয়ে আপনার বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে ‛সার্চ’ করুন। পুরো বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে।
আরও পড়ুন: খুঁজে নিন পূর্বপুরুষের নাম! ডাউনলোড করুন ১৯৫২ সালের ভোটার লিস্ট, তাও সম্পূর্ণ বাংলায়
আরও পড়ুন: ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার তালিকা, ডাউনলোড করে নিন এখুনি