Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

এ কেমন অন্যায়? মুসলিম পুলিশ অফিসারদের দাড়ি কেটে ফেলার নির্দেশ!

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজস্থানের আলওয়ারে কয়েকজন মুসলিম পুলিশকর্মীকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষার নামে ৯ জন মুসলিম পুলিশকর্মীকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। পরে অবশ্য ধর্মীয় রেওয়াজকে স্বীকৃতি দিয়ে আলওয়ার পুলিশ বিভাগ ওই ৯ পুলিশকর্মীকে দাড়ি রাখার অনুমতি দেয়।

কিন্তু বৃহস্পতিবার নতুন নির্দেশ জারি করে তা খারিজ করে দেয় কর্তৃপক্ষ। নতুন নির্দেশে বলা হয়, পুলিশকর্মীদের দাড়ি রাখার নিয়ম নেই। তাতে গোটা পুলিশবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা থেকে যায়। জেলা পুলিশ সুপার প্যারিস দেশমুখ জানিয়েছেন, আগে অনুমতি দেওয়া হলেও পক্ষপাতহীন কর্তব্য পালনের উদ্দেশেই মুসলিম পুলিশকর্মীদের দাড়ি না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

পুলিশ সুপার আরও জানান, তারা এর আগে ৩২ জন মুসলিম কর্মীকে দাড়ি রাখার অনুমতি দিয়েছিল। বৃহস্পতিবারের আদেশে তাদের মধ্যে নয়জনের অনুমতি প্রত্যাহার করা হয়েছে। বাকি ২৩ পুলিশ সদস্যকে তাদের দাড়ি রেখে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। নতুন নির্দেশ হাতে পেয়ে রীতিমতো মুষড়ে পড়েছেন ৭ কনস্টেবল, এক হেড কনস্টেবল এবং এক সহকারী সাব-ইন্সপেক্টর।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!