দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আদর্শগতভাবে একেবারে বিপরীত মেরুতে থাকা শিবসেনার সঙ্গে অবশেষে জোট বাঁধতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, এই সপ্তাহের শেষেই মহারাষ্ট্রে সরকার তৈরি হতে চলেছে! শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, সব বিধায়কের সমর্থন সম্বলিত চিঠি শনিবারই তাঁরা রাজ্যপালের কাছে জমা দেবেন।
জানা গিয়েছে, জোট চূড়ান্ত করতে মুম্বইয়ে বৈঠক করবে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। তারপরে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পওয়ার বৈঠক করে ক্ষমতা বিভাজন চূড়ান্ত করবেন। শিবসেনা ও এনসিপি সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক চললে রবিবার অথবা সোমবারের মধ্যেই শপথগ্রহণ হয়ে যাবে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন