দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের স্বামীনারায়ণ মন্দির থেকে ১.২৪ কোটি টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। মন্দিরের পুরোহিতসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, মন্দিরের একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে জাল নোট ছাপানোর মেশিন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
শনিবার বিপুল পরিমাণ জাল নোটসহ এক যুবককে হাতে পায় পুলিশ। তাঁর কাছে ৩৫ হাজার টাকার মোবাইল ফোন এবং পাঁচ লক্ষ টাকার গাড়ি দেখেই সন্দেহ করে পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে যে, মন্দির চত্বরের মধ্যেই চলছে জাল নোট ছাপানোর কাজ।
তল্লাশি চালিয়ে জাল নোটসহ মন্দির থেকেই গ্রেফতার করা হয় ওই কারবারের অন্যতম প্রধান মাথা স্বামিনারায়ণ মন্দিরের পুরোহিত রাধারামণকে। তার থাকার ঘর থেকেই নোট ছাপানোর যন্ত্র এবং বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। ওই পুরোহিতসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন