Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে মালদার কালিয়াচকে বিশাল সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মালদা : জামাআতে ইসলামী হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, জমিয়তে আহলে হাদিস, বহুজন ক্রান্তি মোর্চা প্রভৃতি সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও যৌথ ব্যবস্থাপনায় মালদা জেলার কালিয়াচকের মজমপুর খেলার মাঠে অনুষ্ঠিত হল। সমাবেশে প্রায় লক্ষাধিক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন। এদিন খেলার মাঠ কানায় কানায় ভরে যায়। মাঠ থেকে সিএএ, এনপিআর ও এনআরসি বিরোধী মুহুর্মুহু স্লোগান উঠে।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, আঞ্জুমান আহলে সুন্নাত অল জামাতের মাওলানা ইসলাম উদ্দিন নেপালী, ঘরিয়ালিচক পাঁচতলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ, জমিয়তে আহলে হাদীসের মাওলানা জার্জিস আনসারী ও ইসরাইল আলিয়াভি, বহুজন ক্রান্তি মোর্চার কো অর্ডিনেটর বাবুরাম কিস্কু, জামাআতে ইসলামি হিন্দের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, মাস্টার জিল্লুর রহমান, জেলা নাজিম সিরাজুল ইসলাম প্রমুখ।

সমস্ত সংগঠনের বক্তারাই উক্ত সমাবেশে জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নিকট নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানান। এদিন উপস্থিত বিশাল জনতা আগামীতে আরো বড় আকারের তীব্র আন্দোলন পরিচালনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। সুজাপুরের বিশিষ্ট মাওলানা আব্দুল হাই সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য ও দুআ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!