Friday, September 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পূর্ব দিল্লি জেলা প্রশাসনকে ৫০০ পিপিই কিট দিল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : কোভিড-১৯ করোনা ভাইরাসে সারা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত এবং ১৭৮৮৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমত অবস্থায় ভারতে লকডাউন চলছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভারতে কোভিড-১৯ এ ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

মহামারী মোকাবেলায় এখনও পর্যন্ত সরকার ভালো পদক্ষেপ নিলেও এই স্বাস্থ্যকর্মীদের কাছে প্রয়োজন মাফিক পিপিই কিটসের অভাব রয়েছে। তাই ভিশন-২০২৬ এর আওতায় ভারতের বৃহৎ মানবিক সংস্থা হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই কঠিন সময়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে। সংস্থাটি সারা দেশে খাদ্য, সুরক্ষা কিট এবং অন্যান্য মানবিক সহায়তা নিয়ে হাজির।

২০০৬ সাল থেকে ভারতে কাজ করছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সংস্থাটি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সক্রিয়ভাবে নিজেদের তৎপরতা দেখিয়ে‌ আসছে। তাঁদের ভিশন-২০২৬ নামে একটি প্রকল্প রয়েছে যেখানে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট, সোসাইটি ফর ব্রাইট ফিউচার এবং মেডিকেল সার্ভিস সোসাইটির মত দেশের বড় বড় সংস্থা এক যোগ হয়ে কাজ করছে। দিল্লীতে জামিয়া নগরে তাঁদের আল শিফা নামে একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালও রয়েছে।

আজকে তাঁরা দক্ষিণ পূর্ব জেলা ম্যাজিস্ট্রেটকে ৫০০ পিপিই কিট দান করেছে। রফিক আহমেদ (সেক্রেটারি, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন), ডাঃ আবদুল নাসের (ডিরেক্টর, আল শিফা মাল্টিস্পেশালিটি হাসপাতাল), ডাঃ মুহাম্মদ আরিফ (জাতীয় সমন্বয়কারী, মেডিকেল সার্ভিস সোসাইটি) এবং এরশাদ আহমদ, সরকারের বিভিন্ন মন্ত্রকের প্রাক্তন পরামর্শক ₹ এবং ট্রাস্টের সমর্থক এই সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রফিক আহমদ বলেন যে, করোনার বিরুদ্ধে এই বিশ্বব্যাপী লড়াইয়ে, দায়িত্বপ্রাপ্ত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা কোভিড-১৯ সংক্রমণ, কন্টেন্ট জোনগুলি রক্ষা, লকডাউনটি কার্যকর করার জন্য ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, ‛আজ আমরা দক্ষিণ দিল্লি জেলা প্রশাসনের কাছে ৫০০ পিপিই কিট দিয়েছি এবং আগামী দিনগুলিতে আমরা ভারতের বিভিন্ন সরকারী সংস্থায় আরও বেশি পিপিই কিট, স্যানিটাইজার এবং মাস্ক বিতরণের পরিকল্পনা করছি। এইচডব্লিউটি ৩০ আইসিইউ ইউনিট দিয়ে সিভিভি-১৯ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়াসকে সমর্থন করার জন্য কালিকট কেরালার আইকিউআর-এ আন্তর্জাতিক হাসপাতালে উন্নত বায়োমেডিকাল সরঞ্জাম সহ একটি আইসিইউ ইউনিট অনুদান দিচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবীদের দল আমাদের হস্তক্ষেপের সময় শারীরিক দূরত্ব এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।’

তিনি বলেন, ‛২০২৬ সালের ভিশনের অধীনে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১২২০০০ জনেরও বেশি লোককে খাবার সরবরাহ করেছে এবং সারা দেশের বিভিন্ন রাজ্যে ২৫০০০ এরও বেশি রেশন কিট বিতরণ করেছে।’

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!