Friday, January 17, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তবলীগের জমায়েত নিয়ে যত চিন্তা! এদিকে রামনবমী উদযাপনে রাজ্যের মন্দিরে মন্দিরে ভিড়

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবলীগ জামাতের জমায়েত নিয়ে যখন পাকিস্তানের যোগসূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে, তখন রামনবমী উদযাপনে রাজ্যের মন্দিরে মন্দিরে ভিড় জমালেন ভক্তরা। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাজ্যের বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্ত সমাগম। রাম নবমী উদযাপনে রাজ্যের বিভিন্ন মন্দিরে শ’য়ে, শ’য়ে ভক্ত ভিড় করেন রাজ্যের বিভিন্ন মন্দিরে।

বৃহস্পতিবার ওই মন্দিরগুলোতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভক্ত সমাগম দেখা যায়। হুড়োহুড়ি, ঠেলাঠেলি, ঠাসাঠাসি করে ভগবানের বন্দনার হুজুকে মাতেন তাঁরা। ভক্তের ভক্তিতে সোশ্যাল ডিস্টেন্সিং শিকেয় ওঠে। শুধু গ্রামাঞ্চল বা জেলার শহর নয় অতিবড় শিক্ষিতদের বাস যে শহরে সেখানেও ঘটেছে এই কান্ড। বেলেঘাটা, মানিকতলা সহ শহরের একাধিক মন্দিরেও ছিল রামনবমীর ভিড়।

2 Comments

  • প্রতিকী ছবি না দেখিয়ে খবরের সমর্থনে বাস্তব ছবি প্রকাশ করা উচিত ছিল , তাতে বিশ্বাস বৃদ্ধি পায়

Leave a Reply

error: Content is protected !!