Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, বাতিল হল একঝাঁক ট্রেন, কলকাতা-সহ ৮ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মধ্যে আছড়ে পড়তে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে মঙ্গলবার থেকেই ঝড়ব়ৃষ্টি শুরু হবে রাজ্যে। ইয়াস যত বেশি স্থলভাগের কাছাকাছি আসবে, তত ঝড়বৃষ্টির গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর জানিয়েছে, মঙ্গলবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়াতেও। সেই সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর।

ঝড়বৃষ্টির গতিবেগ বুধবার আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ঝাড়গ্রাম, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও নদিয়া জেলায়। এ ছাড়া মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার দুপুরে হওয়ার গতিবেগ ৯০ থেকে ১১০ কিলোমিটার থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। তবে তার পর থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। শক্তি হারিয়ে ক্রমেই দুর্বল হবে ঘূর্ণিঝড়।

 

প্রথমে

ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ল ট্রেন পরিষেবাতেও। রবিবার পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল বিজ্ঞপ্তি জারি করে মোট ৬৬টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে। ২৩-২৭ তারিখের মধ্যে বেশির ভাগ ট্রেনই ঘূর্ণিঝ়ড়ের কথা মাথায় রেখেই বাতিল করা হয়েছে।

শনিবার ৩৯টি ট্রেন বাতিলের কথা জানানো হয়েছিল। রবিবার দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, তাঁরা এখনও পর্যন্ত মোট ৭৮টি ট্রেন বাতিল করেছে। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রবিবার তাঁরা আরও ৪১টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে হাওড়া থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়া ১৫টি ট্রেন রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ায় আসার সূচি থাকলেও ঘূর্ণিঝড়ের কারণেই বাতিল হয়েছে মোট ২৬টি ট্রেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!