দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০ দিন ধরে নিখোঁজ হার্দিক প্যাটেল। জেল থেকে বেরনোর পর থেকেই নাকি খোঁজ মিলছে না গুজরাতের পাতিদার আন্দোলনের এই নেতার। এমনটাই অভিযোগ এনেছেন হার্দিকের স্ত্রী কিঞ্জল প্যাটেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই অভিযোগ করেছেন কিঞ্জল।
তিনি লিখেছেন, ‛গত, ২০ দিন ধরে আমার স্বামী নিখোঁজ রয়েছেন। তিনি কোথায় রয়েছেন, সে ব্যাপারে কিছুই জানি না আমরা। জেল থেকে বেরনোর পর থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারিনি। আমরা খুবই চিন্তায় আছি।’ হার্দিকের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর এই নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে গুজরাত সরকারের হাত রয়েছে।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন