Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

২০০ শিশুকে টানা ১০ বছর বিনামূল্যে পড়াচ্ছেন সৈয়দ জাহাঙ্গির! দিচ্ছেন খাবার, আশ্রয়ও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টানা দশ বছর ধরে দু’শোরও বেশি গরিব শিশুকে বিনা পারিশ্রমিকে পড়াশোনা করিয়ে চলেছেন হায়দরাবাদের সৈয়দ জাহাঙ্গির নামের এক প্রফেসর। সেই সঙ্গে তাদের দিয়েছেন খাবার ও থাকার ঘর। পেশায় প্রফেসর হলেও, সৈয়দ জাহাঙ্গির আসলে একজন সমাজ সংস্কারক।

দেশের প্রতিটা শিশুর কাছে শিক্ষা, খাবার পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেন সৈয়দ জাহাঙ্গির। শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, সে স্বপ্ন পূরণ করতে নিজের সাধ্যমতো লড়াই করে চলেছেন এক দশক ধরে। জাহাঙ্গিরের কথায়, ‛শিক্ষাই শক্তি জোগায়। তথ্য জ্ঞান বৃদ্ধি করে।’

তিনি মনে করেন, এই সময়ে শিক্ষার অংশ হওয়া উচিত একাধিক ভাষার চর্চা। সেই কারণেই তিনি নিজে ইংরেজি, সংস্কৃত, আরবি, উর্দু ও পার্সি ভাষা শেখান তাঁর পড়ুয়াদের। এই প্রফেসর নিজে তাঁর ছাত্র-ছাত্রীদের তিনটি বিষয় পড়ান। ভাষা, সামাজিক শিক্ষা এবং পলিটিক্যাল সায়েন্স।

আরব স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান এই প্রফেসরের কথায়, ‛আমি বিশ্বাস করি, বাচ্চারা যে যে বিষয়ে দুর্বল হয়, সেই সেই বিষয়ে আরও উন্নত মানের শিক্ষা দরকার। এবং এই উন্নত শিক্ষার জন্য নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও বেশি জরুরি সেরা শিক্ষক।’

সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়, তার পরে বাকি গোটা দিনটা গরিব ছেলেমেয়েদের শিক্ষার পেছনে ব্যয় করা– এটাই দশ বছরের রুটিন জাহাঙ্গিরের। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতেও কম পরিশ্রম করতে হয় না তাঁকে। দেখতে দেখতে নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন জাহাঙ্গির।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!