দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হায়দরাবাদে পশু চিকিৎসক তরুণীকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মিলল প্রমাণ। তদন্তকারীদের হাতে আসা ফরেন্সিক রিপোর্টে দাবি, তরুণীর দগ্ধ দেহ থেকে যে স্যাম্পেল উদ্ধার হয়েছিল তা মিলে গেছে এনকাউন্টারে মৃত ৪ জনের ডিএনের সঙ্গে। তরুণীর দেহের অন্তর্বাস থেকে পাওয়া স্যাম্পেলের সঙ্গে মিলে গেছে ওই চারজনের ডিএনএ। যা প্রায় নিশ্চিত প্রমাণ দিচ্ছে অভিযুক্ত ৪ জনেই আসলে ধর্ষক।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
চলতি বছরের ২৭ নভেম্বর হায়দরাবাদের সামশাবাদে পেশায় পশু চিকিৎসক এক তরুণীকে ধর্ষণ করে খুনের পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ পরের দিন সকালে উদ্ধারে হয় ওই তরুণীর দগ্ধ দেহ। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করে পুলিশ৷ দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ধর্ষণ কাণ্ডে যে চারজন অভিযুক্ত এনকাউন্টারে মারা যায় তারা ছিল মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০)।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন