Saturday, March 15, 2025
সম্পাদক সমীপেষু

উত্তরপ্রদেশের পানবাড়িতে আটকে রয়েছি, বাঁকুড়ার বাড়িতে ফিরিয়ে নিয়ে যান

প্রতিকী চিত্র

আমার পরিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় থাকে। আমি উত্তরপ্রদেশের পানবাড়িতে (জেলা মাহোবা) কাজ করি। এখানে একা থাকি। আমি খুব উদ্বেগে রয়েছি। আমার বৃদ্ধ বাবা হার্ট ও উচ্চ রক্তচাপের রোগী। তাঁরাও আমার অবস্থা নিয়ে খুবই চিন্তিত। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। শুরু থেকে আমি লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলছি। ভবিষ্যতেও মেনে চলব। ১৪ এপ্রিলের পর দয়া করে আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন।

আশীষ পাল, ইমেল- asishpal1242@gmail.com, মোবাইল- ৭০০১৪৪৭১১৫

 

অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, doiniksamachar@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

error: Content is protected !!