Monday, September 16, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘জনতার পরিবারে এলাম’, বিজেপিতে যোগ দিয়েই বললেন দীনেশ ত্রিবেদী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি রাজ্যসভায় দাঁড়িয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। এরপরই তাঁর বিজেপি যোগের জল্পনা শুরু হয়। প্রায় সপ্তাহ তিনেক পর, শনিবার সেই জল্পনা ইতি টেনে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দিল্লিতে বিজেপি সদর দপ্তরে জেপি নাড্ডার হাত থেকে গেরুয়া উত্তরীয়, পুষ্পস্তবক নিলেন তিনি। তাঁকে দলে স্বাগত জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন নাড্ডা। তাঁর কথায়, ‘‘উনি রাজনীতির ময়দানে অভিজ্ঞ এবং বিচক্ষণ মানুষ। খুবই ভাল উনি। একজন ভাল মানুষ এতদিন খারাপ দলে ছিলেন, এবার এলেন সঠিক দলে। ওঁকে সর্বান্তকরণে স্বাগত জানাই।”

এদিন তিনি বলেন, একজন ভাল মানুষ খারাপ দলে এতদিন ছিলেন। এবার সঠিক দলে এলেন। প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে স্বাগত জানিয়ে এভাবেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর জন্মলগ্ন থেকে যে দলে থাকার পরও তা ছেড়ে নয়া রাজনৈতিক কেরিয়ারের পথে পা বাড়িয়েছেন দীনেশ, সেই তৃণমূলের ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচাও দিলেন। গেরুয়া উত্তরীয় জড়িয়ে বললেন, ‘‘অপেক্ষায় ছিলাম এই দিনের জন্য। বিজেপি জনতার পরিবার। আর কোনও কোনও দল নিজেদের পরিবার নিয়েই থাকে। পরিবারের সেবা করতে গিয়ে জনতার সেবা করতে ভুলে যায়।” দীনেশের এহেন মন্তব্যেই স্পষ্ট তাঁর নিশানায় ‘পরিবারতন্ত্র’ই।

 

 

Leave a Reply

error: Content is protected !!