দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কবে নাগরিকত্ব পাবেন মতুয়ারা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এসে কয়েক ঘণ্টার মধ্যে ২ জায়গায় আলাদা আলাদা কথা শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠাকুরনগরে বললেন, করোনার টিকাকরণ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেবে ভারতীয় জনতা পার্টি। আর কয়েক ঘণ্টা পর এক আলোচনা সভায় বললেন, একথা আমি বলিনি।
এদিন ঠাকুরনগরে শাহ বলেন, ‘আমি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, যেদিন টিকাকরণের কাজ শেষ হবে, করোনা থেকে আমরা মুক্তি পাবো, ভারতীয় জনতা পার্টি আপনাদের সবাইকে নাগরিকত্ব দেবে’। সেখান থেকে একটি বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনায় পৌঁছে সাংবাদিকের প্রশ্নের উত্তরে শাহ বলেন, ‘টিকাকরণ শেষ হলে নাগরিকত্ব দেওয়া হবে সেকথা আমি বলিনি। আমি বলেছি করোনার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেরি হয়েছে। এসব মিটলে সিএএ -র বিধি তৈরির পর যথা সময়ে তা লাগু হবে। সিএএ দেশের আইনে পরিণত হয়েছে। এই আইন লাগু হবেই।’
সিএএ কার্যকর করার দাবিতে বেশ কিছুদিন ধরে সরব হয়েছেন মতুয়ারা। তাদের দাবি, সংসদে আইন পাশের পর বছর ঘুরলেও এখনো নাগরিকত্ব পাননি তারা। এদিন শাহ বলেন, মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপিই।