Friday, November 22, 2024
দেশ

মন্দির, মসজিদ অথবা গির্জাকে আমি পৃথকভাবে দেখি না : মহাত্মা গান্ধী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ গোটা দেশজুড়ে উদযাপিত হচ্ছে গান্ধী জয়ন্তী। যে মহাত্মা গান্ধী নিজেকে সত্যের সেবক মনে করতেন, সেই বাপুজির ১৫০ তম জন্মদিন মহা সাড়ম্বরে পালন করছে দেশবাসী। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দরের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। উচ্চশিক্ষিত ব্যারিস্টার হয়ে তিনি স্বদেশের মুক্তির জন্য আত্মত্যাগের জীবন গ্রহণ করেছিলেন।

তিনি মনে করতেন সত্য মানেই ঈশ্বর। আর ঈশ্বর তথা সত্যের সাধনার জন্য তিনি অহিংসাকে নীতি হিসেবে গ্রহণ করেছিলেন। ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিপরীতে ছিল তাঁর অহিংস নীতি। তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন সব ধর্মের উদ্দেশ্যই এক, আর তা হল – মানুষকে সত্যের কাছে পৌঁছে দেয়া। তিনি বলেছেন, ‘মন্দির, মসজিদ অথবা গির্জা- ভগবানের এই তিন গৃহকে আমি পৃথকভাবে দেখি না।’

Leave a Reply

error: Content is protected !!