Saturday, December 7, 2024
খেলাফিচার নিউজ

মিডল অর্ডার থেকে ওপেনার! পজিশন বদলে ঝড় তুললেন রোহিত, ঠুকে দিলেন সেঞ্চুরি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও সমালোচকদের মোক্ষম জবাব দিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে প্রমোশন পেয়ে চোখ ধাঁধানো এক সেঞ্চুরি তুলে নিলেন রোহিত শর্মা। ছয় বছর আগে নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হিটম্যান রোহিত। এরপর ঠিক সেভাবে এগোয়নি তার টেস্ট ক্যারিয়ার। রোহিতকে মিডলঅর্ডারে ব্যাটিং করানোর কারণে কম সমালোচনা সইতে হয়নি টিম ম্যানেজম্যান্টকেও।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে প্রথমবারের মতো রোহিত শর্মাকে ওপেনার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। আর এ সিদ্ধান্তে প্রথম ইনিংসেই বাজিমাত করেছেন রোহিত, হাঁকিয়েছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসেই তিনি বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সঠিক। ওয়েস্ট ইন্ডিজ সফরে স্কোয়াডে থাকলেও প্রথম এগারোতে সুযোগ পাননি রোহিত।

বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। এদিন শুরু থেকেই দক্ষিণ আফ্রিকান বোলারদের দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। দক্ষিণ আফ্রিকার দুই পেস বোলার কাগিসো রাবাদা ও ভার্নন ফিলান্ডার প্রথম থেকেই কঠিন প্রশ্ন করছিলেন। বল সুইং করছিল। সঙ্গে ভালো বাউন্স ছিল।

কাগিসো রাবাদা, ভারনন ফিলান্ডার, কেশভ মহারাজ-দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বড় বড় নামগুলো শুধু ‘নাম’ হয়েই থাকলো। ভারতের দুই ওপেনারকেই বিপদে ফেলতে পারলেন না তারা। এই যুগলের ব্যাটে চড়ে বিনা উইকেটে ২০২ রান তুলে দিন শেষ করেছে ভারত। রোহিত ১১৫ আর আগারওয়াল ৮৪ রানে অপরাজিত আছেন। ৫৯.১ ওভার খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় বন্ধ করতে হয়। পরে বৃষ্টি নামলে তৃতীয় সেশনে এক বলও মাঠে গড়ায়নি।

Leave a Reply

error: Content is protected !!