দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাজার হাজার ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বলিউড কিংবদন্তি ঋষি কাপুর। বয়স হয়েছিল তাঁর। তবে প্রাসঙ্গিকতা হারাননি। অভিনয়ের পাশাপাশি নানা মন্তব্য করে শিরোনামে থাকতেন প্রায় সময়েই।
একসময় গোমাংস খাওয়া প্রসঙ্গে কথা বলে রীতিমত বিতর্কে পড়েছিলেন তিনি। ২০১৫ সালের ঘটনা। সেইসময় গোমাংস নিষিদ্ধ হওয়ার ঘটনা খবরের শিরোনামে উঠে আসছিল। আর সেই প্রসঙ্গেই মত প্রকাশ করেছিলেন ঋষি কাপুর।
তিনি বলেছিলেন, ‛খাবার আর ধর্মকে জড়াচ্ছেন কেন? আমি তো হিন্দু হয়েও গোমাংস খাই। তার মানে কী আমি ভগবানকে কম ভয় করি?’ এসবের পরই চরম বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। অনলাইনে শুরু হয় ট্রোল। বিজেপির পক্ষ থেকে তাঁকে চরম হেনস্থা করা হয়।
বিতর্কে পড়ে আবার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি প্রাণী হত্যার পক্ষপাতী নই, তবে দু-মুখো রাজনীতিকদের পছন্দ করি না।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি ভারতে গোমাংস খাই না। বিদেশে যেখানে খাবারের জন্য পশু সংরক্ষণ হয়, সেখানে খেয়েছি।’
তাঁর মৃত্যুর পরপরই আবারও সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল সাইটে ঋষি কাপুরকে নিয়ে ফের নতুন করে পাকিস্তানে পাঠানো ও গোমাংস খাওয়া নিয়ে ট্রোল করা শুরু হয়েছে। একজন মৃত মানুষকে নিয়ে কিভাবে এমন মন্তব্য করা যায়? প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকের মতে বিজেপির আইটি সেল এই ঘৃণ্য কাজ করছে।
Support Free & Independent Journalism