Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘মোদীর মতো মিথ্যাবাদী জীবনে দেখিনি, ১৫ লাখ টাকা কেউ পেয়েছেন?’ তোপ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এবার নরেন্দ্র মোদীকে ‘‌মিথ্যাবাদী’‌ বলে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিষ্ণুপুরে সভা করে তৃণমূল নেত্রী বলেন, ‘‌আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতাম। এখনও করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মিথ্যা ছাড়া কিছু বলতেই পারেন না। মোদীর মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখিনি।’‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদইকে নিশানা করে মমতা বলেন, ‘‌নরেন্দ্র মোদী ১৫ লাখ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির প্রতিশ্রুতির টাকা পেয়েছেন?‌ আমি যেটা বলেছি, সেটা করেছি। বিজেপি কিছু করতে পারিনি। নরেন্দ্র মোদীর মতো মিথ্যা কথা আমি বলি না।’‌ এরপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা তোপ দাগেন, ‌মোদীর তিনটি সিন্ডিকেট। ‘সব লুঠ করে নিয়ে যাবে।’ শুধু ওরা খাবে। ‘আর বাংলার মানুষ কেঁদে বেড়াবেন।’

রান্নার গ্যাসের দাম বাড়া নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী। জনসভায় দাঁড়িয়ে ‘মা–বোনেদের’ উদ্দেশে তিনি বলেন, ‘‌কীসে রান্না করেন?‌ কেরোসিন নাকি গ্যাসে?‌ কেরোসিন পাওয়া যাচ্ছে না। গ্যাস ছিল ২০০ টাকা, হল ৯০০ টাকা। ভোট পাওয়ার জন্য ১০০ টাকা কমাবে, তারপর আবার বাড়িয়ে দেবে। বলুন, গ্যাস বিনা পয়সায় দিতে হবে। তারপর ভোট চাও।’‌

মমতার সভার কিছুক্ষণ আগে কাঁথিতে সভা করে বহিরাগত ইস্যুতে তৃণমূল নেত্রীকে বিঁধেছিলেন মোদী। বলেছিলেন, ‘‌কেউ বহিরাগত নয়। সবাই এই ভূমির সন্তান।’‌ মোদীর এই বক্তব্যের পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বহিরাগত গুণ্ডা কাদের বলি?‌ উত্তরপ্রদেশ থেকে গুণ্ডাদের সাজিয়ে পাঠাচ্ছে।কপালে তিলক কেটে পান চিবোতে চিবোতে বাংলার সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। তাদেরকে বহিরাগত গুণ্ডা বলি।’ এদিনও ২৯১টি কেন্দ্রে নিজেকেই প্রার্থী হিসেবে তুলে ধরে মমতা বলেন, ‘বিজেপি বলছে সপ্তম বেতন কমিশন চায়। অথচ সব বেসরকারির হাতে তুলে দিচ্ছে। বিক্রি করে দিচ্ছে।বিজেপি দুর্যোধন, দুঃশাসনের দল। সিপিএম বিজেপিকে নিয়ে এসেছে। আমাদের দু’একটা গদ্দার বিজেপিতে চলে গিয়েছে।দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।২৯১টি কেন্দ্রে আমাকেই ভোট দিন।’

 

 

Leave a Reply

error: Content is protected !!