নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : গোরক্ষপুর বিআরডি মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন কাণ্ডের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পরদিনই সাংবাদিক সম্মেলন করলেন ডাঃ কাফিল খান। আজ নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হন কাফিল। যথাযোগ্য সম্মানে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবারই কাফিল খানকে নির্দোষ ঘোষণা করে ক্লিনচিট দিয়েছে সিবিআই। কাফিলের বিরুদ্ধে ওঠা চারটি অভিযোগের একটিও প্রমাণিত হয়নি। ১৫ পাতার একটি রিপোর্টে একথা জানিয়েছে সিবিআই। নির্দোষ সাব্যস্ত হওয়ার পর কাফিল খানের দাবি, যোগী সরকারের ক্ষমা চাওয়া উচিত। মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত।