দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের ধর্না ১২ দিনে পড়ল। বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে দেখা করতে সোমবার সেখানে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেছেন তিনি। জানিয়েছেন কৃষক আন্দোলনে তাঁর দলের সমর্থনের কথাও।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিবাল বলেন, ‘‘কৃষকদের সমস্ত দাবি আমরা সমর্থন করি। তাঁদের দাবি ও সমস্যা বৈধ। আমি এবং আমার দল শুরুর দিন থেকেই কৃষকদের আন্দোলনের পাশে রয়েছি। ৯টি স্টেডিয়ামকে অস্থায়ী জেলে পরিণত করার জন্য অনুমতি চেয়েছিল দিল্লি পুলিশ। আমার উপরে চাপও দেওয়া হয়েছিল। কিন্তু আমি অনুমতি দিইনি।’’