দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাবরি মসজিদের পক্ষে ফের মুখ খুললেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। অযোধ্যা রায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ওয়েসী এইবার আরও কঠোর বার্তা দিয়েছেন। বাবরি মসজিদ ফেরত চাই বলে সাফ দাবি জানিয়েছেন এই মুসলিম নেতা।
রায় ঘোষণার পর থেকেই পাঁচ একর জমি চাই না বলে অসন্তোষ প্রকাশ করে আসছেন ওয়েসী। আউটলুক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েসী বলেন, বাবরি মসজিদ রায় ভারতের সংবিধানের বিরুদ্ধ। একটি ট্যুইটে ওয়েসী লিখেছেন, আমি আমার মসজিদ ফেরত চাই।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন