দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
সৌগত রায়ও বিজেপিতে যোগ দেবেন। শনিবার বিস্ফোরক দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাল্টা আক্রামণ করেছেন সৌগত রায়ও। তিনি অর্জুনকে চরম বার্তা দিয়ে বলেছেন রাজনীতি ছেড়ে দেব কিন্তু বিজেপিতে যাব না। অর্জুন মিথ্যে প্রচার চালাচ্ছে শাসক দলের বিরুদ্ধে বলেও তিনি অভিযোগ করেন। আরএসএসের এটা পুরনো অস্ত্র বলে দাবি করেছেন সৌগত রায়।