দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : “কোন রকম অন্যায়ের সামনে মাথা নোয়াব না”—মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিনে তাঁরই বাক্য উদ্ধৃত করে ফের হাথরস কাণ্ডের তীব্র নিন্দা করলেন রাহুল গান্ধী। শুক্রবার সকালে রাহুল গান্ধী ট্যুইট করেন, “আমি জগতের কাউকে ভয় পাব না। আমি কোনও রকম অন্যায়ের সামনে মাথা নোয়াব না। আমি সত্যের শক্তিতে মিথ্যেকে হারিয়ে দেব। আমি মিথ্যের বিরুদ্ধে লড়াইয়ে যত দূর যেতে হয় যাব। গান্ধী জয়ন্তীতে আমার আন্তরিক শুভেচ্ছা।”
‘मैं दुनिया में किसी से नहीं डरूंगा… मैं किसी के अन्याय के समक्ष झुकूं नहीं, मैं असत्य को सत्य से जीतूं और असत्य का विरोध करते हुए मैं सभी कष्टों को सह सकूं।’
गाँधी जयंती की शुभकामनाएँ।#GandhiJayanti
— Rahul Gandhi (@RahulGandhi) October 2, 2020
আজ, ২ অক্টোবর গান্ধীজির ১৫১তম জন্মবার্ষিকী। এদিন তাঁরই ভাষায় তাঁকে শ্রদ্ধা জানান রাহুল গান্ধী। হাথরস কাণ্ডের বিরুদ্ধেও যে এটিই রাহুলের প্রতিবাদের ভাষা, তা আর বলার অপেক্ষা রাখে না।
গতকাল, বৃহস্পতিবার ২০ বছরের নির্যাতিত ও নিহত দলিত মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশি নিগ্রহের শিকার হন তিনি এবং প্রিয়াঙ্কা গান্ধী। গতকালের ভিডিওয় ধরা পড়ে, পুলিশ ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় রাহুল গান্ধীকে।