Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছিলাম, আপদ বিদায় হয়েছে, বেঁচে গিয়েছি: মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছিলাম, আপদ বিদায় হয়েছে, বেঁচে গিয়েছি, হলদিয়ার জনসভা থেকে নাম না করে অধিকারী পরিবারকে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করে তিনি এদিন বলেন, ‘মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছিলাম। যাদের পছন্দ হত না, তাঁকেই জেলে ভরত। পাঁশকুড়া আনিসুরকে জেলে পাঠিয়েছে। এই আনিসুরের বাইকেই নন্দীগ্রামে পৌঁছেছিলাম যখন সিপিআইএমের হার্মাদরা আমাকে আটকেছিল।’

ওয়াকিবহল মহলের মতে, আসলে গদ্দার বলতে তিনি শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারকেই নিশানা করেছেন। এখানেই শেষ নয় তৃণমূল নেত্রী বলেন, ‘বিজেপির মতো বড় তোলাবাজ কোথাও নেই। যাঁরা তোলাবাজ ছিল, টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আগে পূর্ব মেদিনীপুরে আসতে অনুমতি নিতে হত। আপদ বিদায় হয়েছে, বেঁচে গিয়েছি।’ দলত্যাগীদের উদ্দেশে এদিন মমতার বার্তা, ‘২৯৪ কেন্দ্রের প্রার্থী আমি। যাদের আমি দাঁড় করিয়েছি তারা না জিতলে আমি সরকার গড়তে পারব না।’

 

Leave a Reply

error: Content is protected !!