দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অভিনয়ে প্রতি আরও নজর দিতে চাই, বিজেপি যোগের জল্পনা উড়িয়ে ট্যুইট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়। “অথিতিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপরের মতামতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত রয়েছে। অনির্বানের সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ তথা অভিনয়ে নজর দিতে চাই।”
There is no political inclination nor agenda apart from meeting and greeting Dr. Ganguly. I stay focused on what I know best-Acting.
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) February 17, 2021