নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উত্তর ২৪ পরগণা: শীতে দুস্থদের কষ্ট ভাগ করে নিতে শীতবস্ত্র বিতরণ করল সামাজিক সংগঠন আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন। মঙ্গলবার উত্তর ২৪ পরগণা জেলার চাঁদপুর অঞ্চলে সংগঠন গরীব-দুস্থদের মাঝে কম্বল জ্যাকেট বিতরণ করে। এদিন উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা রহমান আলি সহ এলাকার সামজসেবীরা। এদিন প্রায় ২০০ জন গরীব,এতিম প্রতিবন্দি ও দুস্থদের মাঝে জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়।
সমাজকর্মী রহমান আলি বলেন, আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশন গড়ে উঠেছে সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে। যেখানে এতিম, প্রতিবন্দি, গরিব,দুস্থরা আজ মানবাতার দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পাতছে, আমরা তাদের চোখের অশ্রু গুলো মুছে, মুখে হাঁসি ফোটাতে চাই। আমরা বিভন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান সহ একাধিক সমস্যা সমাধানের কাজ করে চলেছি।
তিনি আরও বলেন, আমরা মনে করি যে কোনো ভালো কাজ করতে গেলে, ঐক্যবদ্ধ হয়ে একটা প্লাটফর্মে কাজ করা আজ খুবই জরুরী, তাই আমরা এই আইডিয়াল সোশ্যাল ফাউন্ডেশনের মাধ্যামে সামাজিক কাজ করার অঙ্গিকারবদ্ধ হয়েছি। আপনারা আমাদের মহতি কাজে এগিয়ে আসুন।