দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভিনধর্মে বিয়ে করা কি অপরাধ? লভ জিহাদ ইস্যুতে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। উত্তরপ্রদেশের মতো দেশে বিজেপিশাসিত রাজ্য়গুলি নয়া আইন লাগু করেছে সরকার। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। লভ জিহাদ বিরোধী আইনে স্থগিতাদেশ জারি না করলেও, মঙ্গলবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে আদালত। একুশের নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। রাজ্যের দলের সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে। এদিন দুর্গাপুরে এসেছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। শহরের মেনগেট এলাকায় বিজেপির এক সভায় যোগ দেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে কি বাংলায় লভ জেহাদ বিরোধী আইন লাগু হবে? সভা শেষে নরোত্তম মিশ্র বলেন, ‘মধ্য়প্রদেশে আমরা ধর্মরক্ষার স্বার্থে আইন এনেছি। যাকে আপনারা বলেন লভ জেহাদ। আমি চাইব, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাতে তেমনই আইন লাগু হোক। গরুরক্ষায় আইন চালু হোক।’
ভিনরাজ্যের বিজেপি নেতার মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দলের নেতা তথা মন্ত্রী তাপস রায়ের প্রতিক্রিয়া, ‘ওরা যা বলে, তা ভারতীয় পরম্পরা- ঐতিহ্য- সংস্কৃতি-কৃষ্টি বিরোধী। বাংলার সংস্কৃতির পীঠস্থান। বাংলার মানুষ বুঝুন, কী শুনে ফেলেছেন, কী বসেছেন। ওরা যত এইরকম কথা বলবে, ততই মানুষ সঙ্ঘবদ্ধ হবে, জোট বাঁধবে।’