Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛একুশে জিতলেই প্রথমে পুলিশকে দিয়ে জুতো চাটাব’, ফের বেলাগাম বিজেপির রাজু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শুধু রাজ‍্য নয় পুরো দেশেই বিতর্কিত মন্তব্য ক‍রেই চলেছেন বিজেপির নেতারা। কিন্তু তার পরেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব‍্যবস্থা নেওয়া হয় না। সামনেই রাজ‍্যে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়েছে। আর তার আগেই বেলাগাম মন্তব্য করেই চলেছেন বিজেপির নেতারা। মন্ত্রী সন্ধ্যারানি টুডু’র খাসতালুকে দাঁড়িয়ে ফের বেলাগাম বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে ফের জুতো চাটানোর হুমকি দিলেন তিনি। আক্রমণ করলেন শাসকদলকেও।

বুধবার পুরুলিয়ার মানবাজারে মহামিছিলের পর হাসপাতাল মোড় থেকে শাসকদলের সঙ্গে পুলিশকেও তুলোধনা করেন রাজু বন্দ্যোপাধ্যায়। বলেন, “এক শ্রেণির পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছেন। তাঁদের আর থানায় রেখে কী লাভ! তাঁদের থানা থেকে তুলে জুতো চাটা করাব। যত কেস দেবে দাও। এক লক্ষ ৮০ হাজার মিথ্যা মামলা দিয়েছ। আর ছ’মাস পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।”

শোলে সিনেমার ডায়লগ অনুকরণ করে ওই বিজেপি নেতা বলেন, “পুলিশ আর গুন্ডা তেরা কেয়া হোগা কালিয়া? যারা ভাবছে লুঠ করে ভোট করবে তাঁদের বলছি দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে।”

রাজুর মন্তব্যের পালটা দিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু। তিনি বলেন, “মানবাজার তৃণমূলের গড়। এখানকার মানুষজন ঘাস ফুল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বোঝেন না। ফলে বাইরে থেকে লোক নিয়ে এসে কু’কথা বলে কিছু লাভ হবে না। সাধারণ মানুষ সবই জানেন, সবই দেখছেন।”

 

Leave a Reply

error: Content is protected !!