দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: একুশের ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বীরভূমের বিশেষ করে নজর রেখেছে বিজেপি। অনুব্রতর গড়ে হানা দিয়ে চলেছে একের পর এক বিজেপি নেতা। জমি ছাড়তে রাজি নন কেষ্টও। একের পর সভা করে জমিয়ে রেখেছেন কেষ্ট। নলহাটির সভা থেকে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করে অনুব্রত মণ্ডল বলেছেন ৮০ বছর না হলে ঘোষরা সাবালক হয় না।
দিলীপ ঘোষকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে সরব হয়েছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। অনুব্রত মণ্ডলকে বয়কটের ডাক দিয়েছে বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে এই মন্তব্যের পর অনুব্রত মণ্ডলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যেখানে অনুব্রত মণ্ডলকে দেখা যাবে সেখানে কালো পতাকা দেখানো হবে। রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন বিজেপি কর্মীরা।
অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান তোলপাড় করেছে বঙ্গ রাজনীতি। বিজেপি থেকে বাম সকলেই খেলা হবে স্লোগান দিতে শুরু করেছেন। খেলা হবে স্লোগানে বাংলাদেশ থেকে ধার করেছেন অনুব্রত মণ্ডল এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একুশের ভোটে মোট কথা হিট করে গিয়েছে অনুব্রতর খেলা হবে স্লোগান।
বীরভূমে নজর পড়েছে বিজেপির। অনুব্রত গড়ে পদ্মফোটাতে মরিয়া বিজেপি। অমিত শাহ নিজে বোলপুরে রোড শো করেছেন। বিজেপির একাধিক নেতা বীরভূমে সভা করতে শুরু করেছে। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং থেকে শুরু করে স্মৃতি ইরানি পর পর সভা করবেন বীরভূমে। কর্মিসভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের।