দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের তৃণমূল সরকার গঠন করলে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি নন্দীগ্রামে ‘আন্দোলনের ভূমিকন্যার বাড়ি’ও বানাবেন বলে জানিয়েছেন রবিবার।
বিরুলিয়ার সভা থেকে মমতা বলেন, ‘‘আমার একটা কাজের সিস্টেম আছে। এখনও কালীঘাটে আমার কেন্দ্রে একটা সিএমও আছে। যে কোনও লোক গেল, আমি না-ই বা থাকলাম, তার যে কাজ তারা ওখান থেকে গিয়ে করে নিয়ে আসে। আমাকে তো সব সময় পায় না। কিন্তু আমার সেটআপ আছে। আর নন্দীগ্রাম থেকে আমি জিতে আপনাদের এখানে সিএমও অফিস করে দেব। এবং আপনাদের এখানে আমার নিজস্ব একটা অফিসও থাকবে। আমি চাই কাজগুলো হোক।’’